আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

লালমনিরহাটে সালাম না দেয়ার জন্য পেটালেন সরকারি কর্মকর্তাকে

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সালাম না দেয়ায় সরকারি এক কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান। সিঙ্গিমারী ইউপির সাবেক চেয়ারম্যান এম.জি মোস্তফার বিরুদ্ধে হাতীবান্ধা এলজিইডি’র এলসিএস মনিটরিং অফিসার খন্দকার আব্দুর রাজ্জাককে পেটানোর অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা পরিষদ গেটে এ ঘটনা ঘটে। তবে মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন এম জি মোস্তফা।

এ প্রসঙ্গে আহত আব্দুর রাজ্জাক বলেন, আমি উপজেলা পরিষদ গেটে দাঁড়িয়েছিলাম। এ সময় সিঙ্গিমারী ইউপির সাবেক চেয়ারম্যান এম জি মোস্তফা এসে আমাকে বলতে থাকে ‘ওই বেয়াদব আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তুই আমাকে সালাম দিলি না কেন’।

এ কথা বলার পরই পাশে থাকা তার ভাই ও একজন ইউপি সদস্য আমাকে মারধর শুরু করেন। পরে স্থানীয়রা আমাকে আহত অবস্থায় উদ্ধার করেন। চিকিৎসা শেষে আমার উদ্ধর্তন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

হাতীবান্ধার ইউএনও সামিউল আমিন ও উপজেলা প্রকৌশলী নজীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ইউপি চেয়ারম্যানসহ জড়িতদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, হাতীবান্ধার ইউএনও বিষয়টি ফোনে অবগত করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ