আজ ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৪ ইং

ফুটওভার ব্রিজে শিক্ষার্থী বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

নিজস্ব প্রতিবেদক

 

আশুলিয়ায় ফুটওভার ব্রিজ নির্মানে অব্যবস্থাপনার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এসএসসি পরিক্ষার্থী জোনায়েদ হাসান ইমন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইমনের শারীরিক অবস্থা সম্পর্কে জানিয়েছেন তার বাবা গফুর হোসেন।

এর আগে রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকার একটি নির্মানাধীন ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। এঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে গণস্বাক্ষর নিচ্ছে এলাকাবাসী।

আহত ইমন আশুলিয়ার কবিরপুর এলাকার গফুর মিয়ার ছেলে। সে আশুলিয়ার কবিরপুরের অঞ্জনা মডেল হাই স্কুলের এসএসসি পরিক্ষার্থী হিসাবে পরিক্ষা দিচ্ছিলো।

এলাকাবাসি জানান, নবীরগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া বাস স্ট্যান্ডে একটি ফুটওভার ব্রীজ নির্মিত হচ্ছে সড়ক ও জনপথ বিভাগ থেকে। এরই মধ্যে ফুটওভারের অধিকাংশ কাজ শেষ হয়েছে। তবে ফুটওভার ব্রীজের পশ্চিম ও পূর্ব উভয় পাশ দিয়ে বৈদ্যুতিক লাইন রয়েছে। ফুটওভার ব্রীজে উঠার পূর্ব পাশের সিড়ির উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের তাড় টানা ছিলো। তবে ফুটওভার ব্রীজের পূর্বপাশের অংশ ছাউনি না দিয়েই কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। এছাড়া ব্রীজের উঠার উভয় পাশের সিড়ি উন্মুক্ত রেখেই চলে যায় ঠিকাদার ও তার শ্রমিকরা।

গতকাল ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় এসএসসি পরীক্ষার্থী জুনায়েদ আহম্মেদ সুমন রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রীজে উঠে। এসময় ব্রীজের উপর দিয়ে যাওয়া ৩৩হাজার বোল্টের বৈদ্যুতিক লাইনে স্পর্শ হলেই শরীরে আগুন ধরে যায় সুমনের। এসতময় তার পুরো শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চক্রবর্তী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইমন।

আহতের স্বজন জানান, আগামী ২৫ ফেব্রুয়ারি তার পরিক্ষা থাকায় লেখাপড়া সংক্রান্ত কাজে ওই নির্মানাধীন ফুটওভার ব্রীজ দিয়ে পশ্চিম বারইপাড়া যাচ্ছিলো। এসময় ফুটওভার ব্রীজের সামান্য ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহের তাড়ের সাথে জড়িয়ে গুরুতর আহত হয় ইমন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

ইমনের বাবা গফুর মিয়া বলেন, অরক্ষিত স্থাপনা নির্মানের জন্যই তার ছেলে আজ মৃত্যুশয্যায়। পরিক্ষাটাও দিতে পারলো না ছেলেটা। এসময় ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এব্যাপারে সড়ক ও জনপথের প্রকৌশলী আমির হোসেন বলেন, ঘটনাটি আমরা শুনেছি। আমরা ব্রিজটির দুপাশের মুখ বন্ধ রেখেছিলাম, কোন কারনে খোলা হয়েছিলো। আমরা নিরাপত্তার বিষয়টিতে সবসময়ই সতর্ক অবস্থানে থাকি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। শীঘ্রই আহতের স্বজনের সাথে যোগাযোগ করে সকল ধরনের সহযোগীতা করা হবে বলেও জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ