আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

কেশবপুরের সন্তান কবি মুন্না কবিরের কবিতা “কোথায় প্রেম

আক্তারুজ্জামান জুয়েল, কেশবপুর (যশোর) প্রতিনিধি:

কোথায় প্রেম ?

—————————-মুন্না কবির

কোথায় প্রেম ? খুজিতে খুজিতে ?
বাদ কিছু নাহি যায়।
হৃদয়হীন ব্যক্তি কখনো,
প্রেম কি খুঁজে পায় ?

কোথায় প্রেম থাকে ?
চোখ দিয়ে দেখা যায়না।
হৃদয় দিয়ে দেখতে হয়,
প্রেম তো পোষা ময়না।

মানুষ যেমন ভালোবাসে,
তাহার দেহের রক্ত।
প্রেম এমনি জিনিষ,
হলে , ছাড়ানো অতি শক্ত।

গাছ থেকে যেমন ছাড়ানো যায়না,
জড়ালে তরুলতা।
প্রেম এমনি জিনিষ,
ভাঙ্গলে, হৃদয় হয় নীরাবতা।

যখনি দেখবে তোমার হৃদয়ে,
অন্য হৃদয়ের প্রতি বেদনা।
তখনি বুঝবে এটাই আমার
হলো প্রেমের সূচনা।

কোথায় প্রেম থাকে ?
হৃদয় দিয়ে খুঁজে নাও না ।
হৃদয়ের সাথে হদয় মিশিলে,
কখনো ভুলা যায়না।

কোথায় প্রেম থাকে ?
প্রেম তো আছে সেখানে রহমান।
খোদার অপরুপ সৃষ্টি,
মানুষের হৃদয় আছে যেখানে।

এই কাব্যের প্রথম কবিতা    একটি প্রতিযোগিতায় এই কবিতাটি লেখা হয়েছিল। সেন্টমার্টিন দ্বীপ অনুষ্ঠান থেকে পুরস্কার পাওয়া কবিতা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ