পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বন্ধু সিনেমা হল এলাকায় ট্রেনে কাটাপড়ে অজ্ঞাতপরিচয় (১৯) এক তরুণীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।
সুত্রে জানাযায়,আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় খবর দেওয়া হয়েছে। তার পরনে ছিল লাল রঙের সেলোয়ার, ওড়না ও সবুজ রঙের কামিজ। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।