আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

দরিদ্রদের ১০ টাকা কেজি চাউল বিক্রীতে ব্যাপক অনিয়ম প্রতিবাদ করলেই মারপিটের হুমকি

 

নুুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

অতিদরিদ্রের জন্য সরকারের বরাদ্দকৃত ১০ টাকা কেজি চাউল বিক্রীতে ব্যাপক অনিয়ম করা হচ্ছে উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়াতে। ডিলার শফিকুল ইসলাম ৩০ কেজি চাউলের জন্য ৩০০ টাকা করে জমা নিলেও চাউলে ওজনে কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে সাংবাদিকরা ওজনে কম দেওয়ার সত্যতা পায়। এসময় সাংবাদিকদের কাছে ভুক্তভোগীরা অভিযোগ করতে আসলে সাংবাদিকদের সামনেই ডিলার শফিকুল অভিযোগকারীর উপর মারার জন্য চড়াও হয়। এসময় উপস্থিত সবাই হতবাক হয়ে যায় ডিলার শফিকুলের দুঃশ্বাহস দেখে। এসময় কেউ কেউ বলতে থাকে চোরের মায়ের বড় গলা। এসময় ডিলার শফিকুল সবার সামনে বলেন, ইউএনও, এসিল্যান্ড বা ফুড অফিসারের কাছে অভিযোগ করে আমার কিছুই করতে পারবে না কেউ, আমার হাত অনেক লম্বা।
ভুক্তভোগীরা এই অনিয়মকারী ডিলার শফিকুলের ডিলারশীপ বাতিলের দাবি জানিয়েছে।
এ ব্যাপারে উপজেলার খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা মনিরুল হক বলেছেন, ১০ টাকা কেজি চাউলে অনিয়ম করে কেউ রক্ষা পাবে না। কেউ অনিয়ম করে থাকলে অবস্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা জানিয়েছে, অনিয়মকারী যেই হোক, কোন ছার দেয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ