আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

মহেশখালীতে সাংবাদিকদের সাথে ইপসার ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত

 

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার জেলার জনগণের সামাজিক সস্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় মহেশখালীতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে ইপসার ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়েছে । বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় ইপসার মহেশখালী অফিস লিডারশীপ কলেজের হল রুমে এই সভা অনুষ্টিত হয় । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার ওসি(তদন্ত) নুরুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথি ছিলেন ইপসার সিভিক প্রকল্পের কোডিনেটর নাজমুল বরাত রনি, সহকারী কোডিনেটর মো: ইউসুফ, ইপসা মহেশখালীর পোকাল পার্সন এম আজিজ সিকদার প্রমুখ । সভায় উগ্রবাদ সহিংসতা নিরসনে মহেশখালীর সাংবাদিকদের সাথে গুরুত্বর্পূণ পর্যালোচনা করা হয় ইপসার পক্ষ থেকে । মহেশখালী উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার পর্যায়ের স্থানীয় সরকারের প্রতিষ্টানের প্রতিনিধি ,স্থানীয় ক্লাব,বেকার ও ঝরে পড়া যুব সম্প্রাদয়, নারী সমাজ,নির্বাচিত শিক্ষা প্রতিষ্টান, ধর্মীয় নেতা, নাগরিক তথা যুব সমাজ ও ইমামদের সাথে জনগণের সামাজিক সম্প্রক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রকল্পের অধিনে কাজ করে যাচ্ছে ইপসা এবং এই কর্মকান্ডে স্থানীয় সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেছেন তারা ।
সাংবাদিকদের পক্ষে থেকে উপস্থিত ছিলেন, জয়নাল আবেদিন, মো: সাহাব উদ্দিন, আমিনুল হক, আবুল বশর পারভেজ, এম ছালামত উল্লাহ , এম বশির উল্লাহ , মকছুদুর রহমান , গাজী আবু তাহের , সিরাজুল হক, এম রমজান আলী, হারুনর রশিদ , আবু বক্কর ছিদ্দিক , রকিয়ত উল্লাহ , কাব্য সৌরভ , মিজবাহ উদ্দিন আরজু , কায়ছার হামিদ প্রমুখ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ