আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ভুরুঙ্গামারী উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ ত্রী বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

 

আরিফুল ইসলাম জয়
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (ইউ,সি,সি,এ) লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ ভোটগ্রহন চলে। মোট ১৮৪ জন ভোটারের মধ্যে ১৭৯ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দু‘জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। এতে মোঃ ফজলুল হক গরুর গাড়ী প্রতীকে ১১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং অপর প্রতিদ্ব›দ্বী প্রার্থী মোঃ আবুবক্কর সিদ্দিক চেয়ার প্রতীকে পান ৬৪ ভোট। এছাড়া বিত্তহীন মহিলা সদস্য পদে মোট ১৫ ভোটের মধ্যে সাহেরা ভানু ৭ ভোট ও ছালমা খাতুন ৭ ভোট পান। একই সংখ্যক ভোট পাওয়ায় লটারীর মাধ্যমে সাহেরা ভানু নির্বাচিত হন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক জাকির হোসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ