এইম এম, হুমায়ন কবির
সাভারে পুর্ব শত্রুতার জেরে আপন (৩০) নামের এক হিজড়া কে শ্বাসরোধ করে হত্যা ঘটনায় হিজড়াসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে সাভারের রেডিও কলোনী এলাকার হাফিজুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে সাভারের রেডিওকলোনী এলাকা থেকে আপন নামের হিজড়ার মরদেহ উদ্ধার করে । তার শরীরে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আপন হিজড়া রাজবাড়ি জেলার পাংশা থানার নিবা এনায়েতপুর গ্রামের আব্দুল কাদের মোল্লার সন্তান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যা ঘটনায় জড়িত হিজড়া মাইশা ও মোহাম্মদ আলীকে আটক করে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক নুর খাঁন বলেন পুর্ব শত্রুতার জেরেই হত্যার ঘটনা ঘটতে পারে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। নিহত আপন হিজড়ার বাড়ি ফরিদপুরে তার পরিবারের লোক আসলে হত্যা মামলা দায়ের করা হবে।