আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

চান্দিনায় মুজিববর্ষ উপলক্ষে প্রফেসর কলিমউল্লাহ এর বৃক্ষরোপন কর্মসূচির (৫ম ধাপ) পালিত

 

ডেক্স রিপোর্ট : 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় চান্দিনায় বৃক্ষরোপন কর্মসূচি পালিত হচ্ছে প্রফেসর ডক্টর মেজর নাজমুল অাহসান কলিমউল্লাহর পক্ষ হতে।

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সফল সভাপতি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মোঃ সাদেকুর রহমানের আয়োজন, প্রফেসর ডক্টর মেজর নাজমুল অাহসান কলিমউল্লাহর উপস্থিতে চান্দিনায় মুজিব জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচির ৫ম ধাপ পালিত হল।

এই ভাবে পর্যায়ক্রমে চান্দিনা উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের দ্বারা ১২ টি ইউনিয়নে প্রফেসর মেজর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও স্যারের নির্দেশনায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে আরও বাকী ইউনিয়নে ধারাবাহিক ভাবে এই বৃক্ষ রোপন কর্মসূচি চলমান থাকবে বলে,ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ খোরশেদ আলম (বি.এস.সি) সংবাদ কর্মীকে নিশ্চয়তা দিয়েছেন।

আগস্ট মাসে শুরু হওয়া এই বৃক্ষ রোপন কর্মসূচি, ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যানের সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ খোরশেদ আলম, সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন সৌরভ, সাবেক সাধারন সম্পাদক শরীফুল ইসলাম ভূইয়ার বাস্তবায়নে ১ম থেকে ৪র্থ ধাপ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

আজকের অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ডক্টর মেজর নাজমুল অাহসান কলিমউল্লাহ জানান” চান্দিনায় মুজিব জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে যে ১ লাখ বৃক্ষের চারা রোপন কর্মসূচি দেওয়া হয়েছে, আজ মাধাইয়া ইউনিয়নের মুরাদপুর গ্রামে অর্ধ শতাধিক বৃক্ষের চারা রোপন করে ৫ম ধাপ সম্পন্ন করা হলো,আগামীতে ১ লক্ষ বৃক্ষের চারা রোপণ উপলক্ষ্যে বাকি ইউনিয়ন গুলোতে এই কর্মসূচি চলমান থাকবে। “

ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ভূইয়া জানান “মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক ভাবে চান্দিনার অন্যান্য ইউনিয়নেও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করার ইচ্ছা আজ বাস্তবায়নের পথে।এই বৃক্ষ রোপন কর্মসূচিতে সার্বিক ভাবে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন চান্দিনার গর্ব সারা বাংলাদেশের অতি পরিচিত মুখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর মেজর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসি

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ