আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

আ,লীগ নেতার নেতৃত্বে ইউপি সদস্য উপর হামলা অফিস ভাংচুর, আহত -৩

হুমায়ন কবির 

 

ঢাকার সাভারে ইউনিয়ন আ,লীগ সভাপতি শহিদুল্লাহ বেপারী ও তার লোকজনের হামলায় আহত ইউপি সদস্যসহ ৩ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধায় দিকে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ন মোগড়াকান্দা এলাকায় হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলার শিকার ইউপি সদস্য জাকির মেম্বার শহিদুল্লা বেপারী, তার ছেলে রহমত আলীসহ কয়েকজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করে মামলা নাম্বার ৫৭।


সরেজমিন পরিদর্শন করে জানা যায় ভাকুর্তার মোগড়াকান্দা এলাকায় গত শনিবার সন্ধ্যায় একটি বিচারকে কেন্দ্র করে জাকির মেম্বার উপর হামলা ও তার কার্যালয় ভাংচুর লুটপাট করে। হামলার সংবাদ পেয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) এনামুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জাকির হোসেন বলেন, শহিদুল্লাহ বেপারী ও তার ছেলে রহমত আলীসহ ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী নিয়ে আমার ভাতিজি জামাই ইসমাইলের তিন তলা বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা পুর্ব প্রস্তুতি অনুযায়ী আমাদের উপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমার কার্যালয় ভাংচুর করে ক্ষতি সাধন করে। হামলায় আমার ভাই আব্দুর রশিদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া তারা আমার ভাতিজি ও জামাইকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিছে। স্থানীয়রা জানায় গত কয়েক বছর আগে সাভার মডেল থানা পুলিশ মোগড়াকান্দার একটি বাড়িতে আসামী গ্রেপ্তার করতে গেলে পুলিশের উপর হামলা ও অস্ত্র ভাংচুরে ঘটনা ঘটে। পরে পুলিশের একাধিক টিম গিয়ে শহিদুল্লা বেপারীকে আটক করে থানায় নিয়ে আসে।
জাকির মেম্বার উপর হামলা ও তার কার্যালয় ভাংচুর, লুটপাটের বিষয়ে শহিদুল্লা বেপারীর কাছে জানতে চাইলে তিনি বলেন তার লোকজন জাকির মেম্বার এর কার্যালয় ভাংচুর করে এটা তিনি শুনেছেন। কিন্ত হামলার সাথে তিনি জড়িত না। তিনি আরও বলেন জাকির মেম্বারের লোকজনের সাথে আগে থেকেই তার ছেলের ঝামেলা চলছিলো। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন ভাকুর্তায় জাকির মেম্বারের অফিস ভাংচুর ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। তিনি আরও বলেন আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন সন্ত্রাসী কর্মকাণ্ড যেই করুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ