আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধি

 

লালমনিরহাট সদর উপজেলায় ট্রাকটরের ধাক্কায় ঘটনাস্থলেই খাইরুল ইসলাম খোকা (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সদর উপজেলার বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত খোকা সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়ীভাঙ্গা এলাকার মোঃ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার বটতলা বাজার এলাকার নিজপাড়া স্কুলের সামনে ট্রাকটরের ধাক্কায় ঘটনাস্থলেই খোকার মৃত্যু হয়। খোকা দক্ষিণ হাড়ীভাঙ্গা নিজ এলাকার অভিমুখে যাচ্ছিলো।

স্থানীয় সুত্রে জানাযায়, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কিসের সাথে ধাক্কা লেগেছে, খোজ পাওয়া যায়নি। তবে ঘাতক পরিবহনটির খোজ করা হচ্ছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ