আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

শেরপুরে বিপুল পরিমান ইয়াবা ও গাঁজা উদ্ধার আটক ২

 

শেরপুর প্রতিনিধিঃ

পুলিশ সুপার শেরপুর জনাব কাজী আশরাফুল আজীম পিপিএম এর দিক নির্দেশনায় শ্রীবরদী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করাকালে এসআই মোঃ আজিজুল হাসান সঙ্গীয় এএসআই মোঃ ছামিউল হক ১৯ সেপ্টেম্বর গোপন সংবাদ পেয়ে মোবাইল ফোনের মাধ্যমে অফিসার ইনচার্জ শ্রীবরদী থানাকে জানাইলে অফিসার ইনচার্জের দিক নির্দেশনায় রাত অনুমান ০৪.১০ ঘটিকার সময় শ্রীবরদী থানাধীন বাবেলাকোনা কুমারগাতী গ্রামস্থ মোঃ সাইফুল ইসলাম ওরফে আলেক মিয়া, পিতা-আবুল কালাম ওরফে কালা মিয়ার পশ্চিম দুয়ারী টিনের চৌচালা বসত ঘরে পৌঁছে উক্ত আসামীকে ধৃত করেন। রাত অনুমান ০৪.২০ ঘটিকায় আসামীর দেখানো মতে তাহার ব্যবহৃত খাটের নিচ হইতে পুরাতন লুঙ্গী দ্বারা পেচানো অবস্থায় ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য অনুযায়ী ধৃত আসামীর বাড়ীর পার্শ্বেই তার আপন ভাই মোঃ আল আমিন (২৪), পিতা-আবুল কালাম ওরফে কালা মিয়া বাবেলাকোনা কুমারগাতী, থানা-শ্রীবরদী রাত অনুমান ০৪.৪০ ঘটিকার সময় ধৃত করেন। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামীর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে আসামীর ব্যবহৃত ষ্টীলের সুকেচের ডান পাশের উপরের ড্রয়ার থেকে মোট ০৪টি এয়ার টাইট জিপারের মধ্যে রক্ষিত ১৪০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক রাত ০৪.৫০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন এবং বাদী নিজে স্বাক্ষর করেন। ধৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় তাদের নিকট হইতে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার বিষয়টি স্বীকার করে। বাদীর এজাহার প্রাপ্ত হইয়া উপরোক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে ০২টি পৃথক মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-২০ ও ২১।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ