আজ ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা অক্টোবর, ২০২৪ ইং

শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, এমপি মোতাহার

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নাজির হোসেন খন্দকার উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনকালে লালমনিরহাটে-১ আসনের এমপি মোতাহার হোসেন বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার । আওয়ামীলীগের সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে সবক্ষেত্রে। এই সরকার যত দিন থাকবে ততদিন দেশের উন্নয়ন হবে।

আজ রবিবার (২৩ফেব্রুয়ারি) স্কুল ভবনের ভিত্তি উদ্বোধন শেষে লিয়াকত হোসেন খন্দকারের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের প্রাঙ্গণের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার , জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, নাজির হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মেহেদী হাসান, ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আঃ জব্বার, ফকিরপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রতন, ঠিকাদার স্বাধীন রহমান বিজয় ইসলামসহ আরও অনেকে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ