আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. আরিফ হোসেনের ইন্তেকাল, ভিসির শোক

 

জিয়াউল ইসলাম ব্যুরো প্রধান খুলনাঃ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ আরিফ হোসেন(৬০) বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় অসুস্থ জনিত কারণে কুয়েট রোডস্থ সোহাদ্য ভবনের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন(ইন্নানিল্লাহি .. রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনোগ্রাহী রেখেগেছেন। যোহরবাদ কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের সামনে স্বাস্থ্যবিধি মেনে প্রথম জানাযা এবং বেলা ২টায় দৌলতপুরে তার পৃত্রালয়ে দ্বিতীয় জানাযা শেষে তাকে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়। জানাযায় কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, বিভিন্ন অনুষদের ডীন, পরিচালক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, সহ-সভাপতি মাষ্টার মনিরুল ইসলাম, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ মোঃ শাহবুদ্দিন আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মুজিবর মোল্যা,কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুকুল, সালাম, মাষ্টার শাহজাহান হাওলাদার,দিঘলিয়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান শরীফ মোজাম্মেল হোসেন, মোস্তাফিজুর রহমান মানিকসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল। কুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ আরিফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধান, একাধিকবার শিক্ষক সমিতির সভাপতি, কর্মচারী নিয়োগ বোর্ডের সদস্য সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেন। প্রফেসর ড. মোহাম্মাদ বেশ কিছু দিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুয়েট এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। মৃত্যু সংবাদ শোনার পরই কুয়েট ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেনকে দেখতে ছুটে যান, তিঁনি প্রফেসর আরিফের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন প্রফেসর ড. মোহাম্মদ আরিফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ