আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

তোমার দেওয়া ছবি, ভাবনাতে এই আমি

শেখ নাফিজ (তপন)

প্রকৃতির এ রূপে মুগ্ধ হয়ে কবিরা কবিতা লেখেন। নিজের প্রিয়তমাকে তুলনা করেন শরতের সৌন্দর্যের সঙ্গে— ‘এখানে আকাশ নীল— নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল/ ফুটে থাকে হিম শাদা— রং তার আশ্বিনের আলোর মতন’ (এখানে আকাশ নীল, জীবনানন্দ দাশ)।

শরৎ মানেই আকাশজুড়ে শুভ্র মেঘের ওড়াওড়ি। ভাদ্রের শেষে প্রকৃতিরাজ যেন তার সেই রূপ মেলে ধরেছে আরও সুচারুভাবে।
চোখ মেলে আকাশের দিকে তাকালেই শুভ্র পেঁজা তুলোর মতো মেঘ চোখে পড়ে।
এখন নগরীর প্রকৃতিজুড়ে শরতের চিহ্ন। আকাশে কখনো সাদা, কখনো ধূসর মেঘ। ক্ষণে ক্ষণে রূপ বদলানো শরতের আকাশ আমার মন কখনো ভালো, কখনো উদাস করে দেয়।
সময় এবং আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে মনও বদলে যায়।

আমি চোখ বন্ধ করে তোমার মুখ কল্পনা করার চেষ্টা করি, এবং  যে দিন দেখতে আর কল্পনা করতে পারছি না সে দিনই হবে আমার মুক্তি।

সাদা আকাশে মেঘের ভেলা
রথে রঙের খেলা
কখনও কালো, কখনও নীল
কখনও বা ধূসর-সাদা
আমার আকাশ জুড়ে ছিল
তোমারই রঙের মেলা
সাদার মাঝে কালো বসিয়ে
তোমারই বিদায়ের পালা…

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ