আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে জমি নিয়ে বিরোধ গুলি বর্ষণ, আহত ৩

হুমায়ন কবির 

ঢাকার সাভারে জমি দখল নিতে কয়েক রাউন্ড গুলির ঘটনা ঘটে।

সাভার বিরুলিয়া রোডে রবি মাংসের দোকানের গলিতে ফারুক মিয়া বাউন্ডারির কাজ করতে গেলে শাহিন নামে এক ব্যক্তির গুলি ছুড়ে বাউন্ডারির কাজে বাধা দেয়। জমি দখলের চেষ্টার সময় ফারুক মিয়া (৪৭), তার স্ত্রী ফাহমীদা ইসলাম (৪৫) ও পুত্রবধু সাথী (২৬) আহত হয়। সাভার মডেল থানায় ফারুক মিয়া বাদী হয়ে লিখিত অভিযোগ দেয় তার ৪৫ শতাংশ জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহিন ও তার লোকজন।
লিখিত সূত্র থেকে জানা যায় ফারুক মিয়ায় ক্রয়কৃত জমি দখল নিতে শাহিন, সুমন, হুমায়নসহ ১৫ থেকে ২০জনের একটি দল জমি দখলের জন্য হামলা চালায়।
আহত ফারুক মিয়া জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করলে সাভার মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁচ্ছালে দখলের চেষ্টাকারীরা পালিয়ে যায়।
জমি দখলের বিষয়ে জানতে চাইলে শাহিন পালোয়ান বলেন ফারুক মিয়া তাদের পৈত্রিক ৪৫ শতাংশ জমি গত কয়েক বছর ধরে দখল করে রেখেছে। ফারুকের বিরুদ্ধে শাহিন মামলা করেন আদালতে  । শাহিন আরও বলেন তার লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্নরক্ষার জন্যই তিনি ৩ রাউন্ড গুলি ছুড়েন।
সাভার মডেল থানা পুলিশ বলেন জমি দখলের ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ