উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক
সাভারে অনুষ্ঠিত হলো আওয়ামী যুবলীগ ঢাকা জেলা শাখার বিশেষ বর্ধিত সভা ।
১৬ই সেপ্টেম্বর সকালে সাভার থানা রোডের একটি পার্টি সেন্টারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা জেলা শাখার উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ও দিকনির্দেশক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আলম বারকু।
সম্পূর্ণ অনুষ্ঠানে সঞ্চালনার দ্বায়িত্বে ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (জিএস মিজান)
উক্ত সভায় ধামরাই উপজেলা চেয়ারম্যান ও ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি মোয়াদ্দেস হোসেন, ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহঃ সভাপতি সালাউদ্দিন দরানী, ঢাকা জেলা যুবলীগের সহঃ সভাপতি মোশারফ হোসেন কাজল, ঢাকা জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আঃ বারেক, ঢাকা জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ আকমল, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা, ঢাকা জেলা যুবলীগের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, সাভার থানা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফয়সাল আহমেদ, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মইনুল ইসলাম ভূইয়া
আশুলিয়া ইউনিয়ন যুবলীগের সহঃ সভাপতি হাজী মোশাররফ খান, ঢাকা জেলার প্রতিটি উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল বক্তা ঢাকা জেলাধীন আওয়ামী যুবলীগের সকল কমিটির নেতৃবৃন্দের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।