আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

পুলিশের সহায়তায় পরিবারে ফিরলো যশোরের মেয়ে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার, কচুয়া থানা পুলিশের সাহায্যে পরিবারের কাছে ফিরতে পারলো মানসিক ভারসাম্যহীন তরুনী। মঙ্গলবার দুপুরে কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মনিরুল ইসলাম ওই তরুনীর পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, সোমবার রাতে কচুয়া বাজার এলাকায় এক অজ্ঞান অবস্থায় এক তরুনীকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ওই তরুনীকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ওই তরুনীর জ্ঞান ফিরলে তার পরিবারের ঠিকানা সংগ্রহ করে তাদের খবর দেয়। মঙ্গলবার দুপুরের ওই তরুনীর বাবাসহ পরিবারের অন্য সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া তরুনী যশোর জেলার কেশবপুর উপজেলার বরণডালী গ্রামের শাহিনুর রহমানের মেয়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ