আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

 

নিজস্ব প্রতিবেদকঃ

সাম্প্রতিক বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদপত্রের প্রেক্ষিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউপি – দলগ্রাম রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে জানা যায় যে পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে তুষভান্ডার ইউনিয়ন পরিষদ হতে দলগ্রাম রাস্তাটির ২৬৫০ মিটার মেরামত করার জন্য বিনিময় ট্রেডার্স এর সাথে চুক্তি করা হয়। সে মোতাবেক ঠিকাদার জুনের মধ্যে অধিকাংশ কাজ শেষ করে সেসময় বৃষ্টির কারণে ৩০ মিটার অংশে সিলকোট সমাপ্ত করতে পারেনি। পরবর্তীতে গত ১০/৯/২০২০ ইং তারিখে ৩০ মিটার অংশের কাজ শুরু করা হলে ২০ মিনিটের সিলকোট করার পর হঠাৎ বৃষ্টি শুরু হলে উপসহকারী প্রকৌশলী কাজ বন্ধ করে চলে যান। উপজেলা প্রকৌশলীর দপ্তরে লোকজন চলে আসার পর ঠিকাদারের লোকজন পূর্বের ভিটামিন মিশ্রিত এক গাড়ি মাল ভেজা বেডে দিয়ে রোলিং করে চলে যায়। বিষয়টি জানার সাথে সাথে উপজেলা প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী মহোদয়কে জানান।

উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী ঠিকাদারকে ওই ১০ মিটারের অংশ তুলে পুনঃরায় কাজ করে দেওয়ার জন্য বলেন।

পরবর্তীতে ওই ভিজে বেডের অংশটুকু তুলে ঠিকাদার সিলকোট করে দেয়। এসময় নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলী উপস্থিত ছিলেন মর্মে জানা যায়।এ ব্যপারে উপজেলা প্রকৌশলী বলেন, বৃষ্টি শুরু হওয়ার পূর্বের মিশ্রিত একগাড়ি মাল ড্যাম বেডে দিয়ে রোলিং করেছে যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে। উপজেলা প্রকৌশলী আরো বলেন, কাজে বিপিসি বিটুমিন ও ভালো মানের খোয়া ব্যবহার করা হয়েছে। রাস্তাটি সরেজমিনে ঘুড়ে দেখা যায় কোথাও রাস্তা উঠে যায়নি। রাস্তার সিলকোট কাজ ভালো হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ