আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৪ ইং

আশুলিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ফেনসিডিল উদ্ধার, আটক ২

হুমায়ন কবির,  বিশেষ প্রতিনিধি

 

আশুলিয়ায়  অভিযান পরিচালনা করে ৪’শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শনিবার (২২ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) মিরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, মো.সাইফুল ইসলাম (২৫) এবং মো.রিপন মিয়া (৩৮)। প্রাথমিকভাবে আটকের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

সাজেদুল ইসলাম সজল জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৪’শ বোতল ফেনসিডিলসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটকরা চুয়াডাঙ্গায় থেকে মাদক ক্রয় করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।

আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানা যায় ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ