আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

জকিগঞ্জের বারঠাকুরীতে ধর্মীয় নেতৃবৃন্দের পুষ্টি প্রশিক্ষণ সম্পন্ন

 

বিশেষ প্রতিনিধি:

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নে আজ (১৫ সেপ্টেম্বর, ২০২০) মঙ্গলবার সকাল ১০:০০ ঘটিকার সময় এফআইভিডিবি-সূচনা প্রকল্প কর্তৃক বারঠাকুরী ইউনিয়নে ধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়।

উক্ত প্রশিক্ষণে বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মহসিন মর্তুজা চৌধুরীর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃ আবু সাঈদের পরিচালনায় উপস্থিত ছিলেন মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান , মাওলানা তজম্মূল ইসলাম, মাওলানা আব্দুল মুকিত, মাওলানা আব্দুল কাদির, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আফসার আহমদ, মাওলানা আব্দুল হালিম, এম সাইফুদ্দৌলা মান্না, পুরোহিত হিমাংশু চক্রবর্তী, লিটন বিশ্বাস সহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দসহ ও সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন ও ইউনিয়ন কো-অর্ডিনেটর হিফজুর রহমান সহ প্রমুখ।

এসময় করোনাভাইরাস (কোভিড-১৯) প্রেক্ষাপট ও আমাদের করনীয়, বাংলাদেশ ও সিলেটে অপুষ্টির বর্তমান অবস্থা, বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ, অপুষ্টির প্রধান কারণসমূহ ও প্রকারভেদ, অপুষ্টির দুষ্টচক্র, সূচনা কি এবং সূচনার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সমূহ, খাদ্য ও পুষ্টি, গর্ভকালীন ও প্রসূতি মায়ের যত্ন, শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো, সূচনায় জেন্ডার সমন্বয় সম্পর্কীত ধারণা, সূচনার প্রত্যক্ষ ও পরোক্ষ কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় এবং পুষ্টির অবস্থা উন্নয়নে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

উল্লেখ্য যে, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর অর্থায়নে সেইভ দ্যা সিল্ড্রেন ইন্টারন্যাশনাল এর তত্ত্বাবধানে এবং এফআইভিডিবি এর মাধ্যমে জকিগঞ্জ উপজেলার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মা ও শিশু পুষ্টি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩ বছরে অতিরিক্ত ৬% কমিয়ে আনার জন্য সূচনা কর্মসূচি পরিচালিত হচ্ছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ