আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

কৃষকলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা এস.এম ফারুক’র মৃত্যুবার্ষিকী পালিত

 

ফটিকছড়ি প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সদস্য, রোসাংগীরি ইউনিয়নের দু’বাররের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস.এম ফারুক’র ২০ তম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। ১২ সেপ্টেম্বর শনিবার দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা কৃষকলীগের উদ্যোগে রোসাংগীরিস্থ মরহুমের নিজ বাড়িতে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উত্তর জেলা কৃষক লীগ সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান এম রেজাউল করিম। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ।
এ সময় মরহুমের সন্তান কেন্দ্রীয় কৃষকলীগ নেতা ও রোসাংগিরী ইউপি চেয়ারম্যান শোয়েব আল সালেহীন, নারায়নহাট ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, উত্তর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান রানা, কৃষকলীগ নেতা আরমান চৌধুরী, হামিদ হাসান নোমানী, নাজিম উদ্দিন, মাসুদ করিম, মহিন উদ্দিন, ফটিকছড়ি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা যুবলীগ নেতা জয়নাল আবেদীন, মীর মোরশেদ, আক্কাস আলী, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট একেএম আজহারুল হক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আফাজ উদ্দীন বাপ্পসহ ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বীর মুক্তিযোদ্ধা এস.এম ফারুকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, চট্টগ্রাম উত্তর কৃষকলীগ, ফটিকছড়ি উপজেলা কৃষকলীগ, রোসাংগীরি ইউনিয়ন আওয়ামী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, বীর মুক্তিযোদ্ধা এস.এম ফারুক ২০০০ সালের ১০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ