নিজস্ব প্রতিবেদক
এতিম শিশুদের পাশে থেকে সব ধরনের সহযোগীতা করার কথা জানায় সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ওবাদুর রহমান ওভি। গতকাল (২১ফেব্রুয়ারি) শুক্রবার বিকেলে ধামরাই থানার কুল্লা ইউনিয়নের
রূপনগর মাদ্রাসা ও এতিম খানায় শিশুরা কায়দা সিপারা পড়া শেষ করে কুরআন শরীফ পড়ার শুরুর দিন এতিম শিশুদের দেখতে গিয়ে অভি বলেন এই এতিম শিশুদের পাশে থাকতে চায় এবং এই এতিম শিশুদের সকল ধরনের সহযোগীতা করবেন। সাভারের বিশিষ্ট ব্যবসায়ী ও অসহায় মানুষের পাশে থেকে ওবাদুর রহমান অভি মানবসেবা করে বাকিটা জীবন পার করতে চান।