নিজস্ব প্রতিবেদক
নবাবগঞ্জ উপজেলার খানেপুর ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসায় বিনম্র শ্রদ্ধা, যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
শুক্রবার সকালে ১৯৫২সালের এই দিনে মায়ের ভাষা বাংলা রক্ষার দাবিতে যারা শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেশবাসীর কল্যাণে মোনাজাত করা হয়। এর আগে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গণে অ্যাসেম্বলি ও জাতীয় সংগীত গাওয়া হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়।