আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

জকিগঞ্জের বারহালে সূচনার পুষ্টি প্রশিক্ষণ সম্পন্ন

 

নিজস্ব প্রতিবেদক  :

সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে আজ (১০ সেপ্টেম্বর,২০২০ খ্রিঃ) বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকার সময় এফআইভিডিবি-সূচনা প্রকল্প কর্তৃক ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে পুষ্টি বিষয়ক মৌলিক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সূচনা প্রকল্পের নিউট্রেশন অফিসার মোঃ আবু সাঈদের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব বিধান চন্দ্র বিশ্বাস, সুলেমান আহমদ লুকুছ, মোঃ মখদম আলী, মোঃ সুনাম উদ্দিন, আব্দুল আহাদ চৌধুরী, আব্দুছ ছালাম ছোবহান, আতাউর রহমান, মোঃ আলেক উদ্দিন, রীনা বালা মালাকার, ফাতিমা বেগম ললই, রোকিয়া বেগম, স্বাস্থ্য সহকারী আব্দুল কাদির ও দেলোয়ার হোসেন, ইউপি স্থায়ী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সফিক আলম, ছালিক আহমদ, পারভেজ আহমদ, এখলাছুর রহমান, বাবরুল হোসেন, নুরুল হক খান, আব্দুল মুমিন, সজল দাস ও সূচনা প্রকল্পের ইউনিয়ন কো-অর্ডিনেটর আজাদ মিয়া সহ প্রমুখ।

প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয় ছিল করুনাভাইরাস (কোভিড-১৯) প্রেক্ষাপট, বাংলাদেশ ও সিলেটে অপুষ্টির বর্তমান অবস্থা, বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগ, অপুষ্টির প্রধান কারণসমূহ ও প্রকারভেদ, অপুষ্টির দুষ্টচক্র, সূচনা কি এবং সূচনার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সমূহ, খাদ্য ও পুষ্টি, গর্ভকালীন ও প্রসূতি মায়ের যত্ন, শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো, সূচনায় জেন্ডার সমন্বয় সম্পর্কীত ধারণা, সূচনার প্রত্যক্ষ ও পরোক্ষ কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় এবং পুষ্টির অবস্থা উন্নয়নে ইউনিয়ন পরিষদ ও স্থায়ী কমিটির সদস্যদের ভূমিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

উল্লেখ্য যে, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউকেএইড এর অর্থায়নে সেইভ দ্যা সিল্ড্রেন ইন্টারন্যাশনাল এর তত্ত্বাবধানে এবং এফআইভিডিবি এর মাধ্যমে জকিগঞ্জ উপজেলার দরিদ্র ও অতিদরিদ্র পরিবারের মা ও শিশু পুষ্টি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বাকৃতির হার ৩ বছরে অতিরিক্ত ৬% কমিয়ে আনার জন্য সূচনা কর্মসূচি পরিচালিত হচ্ছে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ