আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার – ৩

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকার আশুলিয়ায় লুটপাট, ভাঙ্গচুর ও নিরীহ ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে মারধর করার অভিযোগে আশুলিয়ার যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভুক্তভোগী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে ১৯ ফেব্রুয়ারি রাতে নরসিংহপুরের সোনামিয়া মার্কেট এলাকায় আবু সামা মৃধার বাড়ি ও দোকান পাটে হামলা চালিয়ে লটুপাট করে আসামিরা।

আসামিরা হলেন, আশুলিয়ার নরসিংহপুর হাজিপাড়া এলাকার মোতালেব মোল্লার ছেলে জুয়েল মোল্লা (৩৫), একই এলাকার আব্দুর রহিম (৩০), কিরণ (৩৫) ও রাসেল (৩০)। আসামি ছাড়াও লুটপাট, ভাঙ্গচুর হত্যার উদ্দেশ্যে মারপিটে অংশগ্রহণ করার অভিযোগে পারভেজ, রনি ও বিল্লাল নামের ৩ ব্যক্তিকে গ্রেফতার করে ২১ ফেব্রুয়ারি দুপুরে আদালতে পাঠায় আশুলিয়া থানা পুলিশ।

আশুলিয়া থানায় মামলা নং ৬৬,, মামলা থেকে জানা যায় আসামিরা সরকার মার্কেট এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে থাকে। গত ১৯ ফেব্রুয়ারি রাতে হঠাৎ তারা দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, চাপাতিসহ ২০ থেকে ২৫ জন আবু সামা মৃধার বাড়ির সামনে গিয়ে তার বাড়ির গেট ভাংচুর করে। পরে তাকে না পেয়ে আশে পাশে থাকা কয়েকটি বাড়ি ও দোকানে ব্যাপক ভাংচুর চালিয়ে লুটপাট করে।

এসময় লাল মিয়া নামের এক ব্যক্তি বাঁধা দিলে জুয়েল বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক জসিম বলেন, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন অপরাধ যেই করুক তাকে আইনের আওতায় আনা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ