ইমাম হোসেন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ১৭ বছর বয়সী হারিয়ে যাওয়া একমাত্র ছেলের সন্ধান খুঁজছে ভ্যানচালক পিতা।
ঝালকাঠি জেলার নলছিটি পৌর শহরের লঞ্চঘাট এলাকা থেকে গত ১৮ ফেব্রুয়ারী সন্ধার পর আরিফ হোসেন হাওলাদার নামের এক যুবক নিখোঁজ হয়।
আরিফের পরিবারের সদস্যরা অনেক খোজাখুজি করে না পাওয়ায় আরিফের বাবা শাহিন হাওলাদার গত ১৯ ফেব্রুয়ারী নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করেন যার নম্বর : ৭৫৭।
এ বিষয় নিখোঁজ আরিফের পিতা শাহিন হাওলাদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, আমি প্রতিদিন ভ্যানে করে বিভিন্ন ফল বিক্রি করি।
গত মঙ্গলবার সন্ধার পর আমি ফল বিক্রি করতে ছিলাম। রাত আনুমানিক পৌনে ৮টার সময় আমার ছেলে দোকানে গিয়ে আমার সাথে কথা বলে। তখন আমি আমার ছেলেকে বাসায় যেতে বলি। সে আমার ওখান থেকে বাসায় উদ্দেশ্যে চলে যায়। আমি রাতে বাসায় গিয়ে জানতে পারি আমার ছেলে আরিফ বাসায় যায়নি, আমি দেরি না করে তাকে খুজতে বাসা থেকে বেড়িয়ে পরি।
অনেক খোজা খুজি করে তার সন্ধান না পাওয়ায় আমি নলছিটি থানায় একটি সাধারন ডায়রী দায়ের করি। ছেলের সন্ধান পাওয়ার জন্য দেশবাসীর সকলের কাছে আকুল আবেদন জানায়।
আমার একমাত্র ছেলের আরিফকে খুজে পেতে সকলের সহযোগীতা কামনা করছি। যোগাযোগ করার জন্য নিম্ন মোবাইল নম্বর দেয়া হলো :০১৭২৬-৩৯০৮১৮।