আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

শেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেলো ৭ অস্বচ্ছল, দু:স্থ্য, অসমর্থ্য ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী

 

শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান পেলো ৭ অস্বচ্ছল, দু:স্থ্য, অসমর্থ্য ক্রীড়াবিদ-ক্রীড়াসেবী। ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুব প্রত্যেকের হাতে চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দে প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র দে জানান, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে ২০১৯-২০২০ অর্থবছরে শেরপুরের ৭ জন অস্বচ্ছল, দু:স্থ্য, অসমর্থ্য ক্রীড়াবিদ-ক্রীড়াসেবীকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়। তারা হলেন-সাবেক ফুটবলার মো. জিন্নত আলী, মজিবুর রহমান, গোলাম মোস্তফা, জাকির হোসেন জাক্কু, ক্রিকেট কোচ মোখলেছুর রহমান স্বপন, নারী ক্রিকেটার রুমা আক্তার ও রূপা আক্তার।
প্রত্যেককে প্রতি মাস ২ হাজার টাকা হারে এক বছরের এককালীণ অনুদান ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ