আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি

সাইফুল ইসলাম শাওন,  বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

যথাযোগ্য মর্যাদা আর ভাবগাম্ভীর্য পরিবেশে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ রুহুল আমিন,গভর্নিং বডি চেয়ারম্যান এডভোকেট কাজী মোশাররফ হোসেন কাজল,মার্কেটিং বিভাগীয় প্রধান সানজিদা পারভীন সহ অন্যান্য বিভাগীয় প্রধান।

এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপনের জন্য অত্র প্রতিষ্ঠানে বেশ কিছু কর্মসূচি হাতে নেয় কলেজ কর্তিপক্ষ।

শুক্রবার সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।৬টা ৩০ মিনিটে কালো ব্যাজ ধারণ করা হয়।৭টায় পবিত্র কোরআন খতম ও সকাল ৮টায় শহীদ মিনারে পুষ্পার্ঘ ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ