আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে বঙ্গবন্ধু ফাুউন্ডেশনের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশনে আয়োজনে ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু ফাউন্ডেশন নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ই সেপ্টেম্বর-২০২০ খ্রীস্টাব্দ) বিকেলে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আবুল বাশার (বাদশা) সভাপতিত্বে উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম রাশেদের পরিচালনায় ও অ্যাডভোকেট জয়নাল আবেদীন এর সঞ্চালনাাা ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা-২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি মহোদয় কিন্তু তিনি সভায় অনুপস্থিত ছিলেন।

এ’সময় উপস্থিত ছিলেন কুলসুম ফিড লিমিটেডের এমডি মোঃ জহিরুল ইসলাম জুয়েল, ঢাকা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আল- মারুফ, ধামরাই উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ আহমেদ সুমন, কুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৩নং ওয়ার্ড অত্র ইউপি সদস্য) মোঃ বোরহান উদ্দিন সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন ডুবাই বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার এবার দিয়ে দ্বিতীয় আয়োজন এতে এতদ্ অঞ্চলের এলাকাবাসী আনন্দে উদ্বেলিত ছিল। বিপুল সংখ্যক মানুষ নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেছে।
প্রতিযোগিতায় বিভিন্ন আকৃতির ছোট-বড় ৩০টি নৌকা বাইচে অংশগ্রহণ করে।
কুল্লা ডুবাই বিলে নৌকা বাইচ দেড় কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ করে কুল্লা ইউনিয়ন পরিষদের কার্যালয় পর্যন্ত।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্হান অধিকারী বিজয়ীর পুরস্কার হিসেবে ৩২” এলএডি টিভি তুলে দেন কুলসুম ফিড লিমিটেডের এমডি মোঃ জহিরুল ইসলাম জুয়েল, দ্বিতীয় স্থান বিজয়ী নৌকার স্বত্বাধিকারীর হাতে ২৪” এলএডি টিভি তুলে দেন কুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (৩নং ওয়ার্ড অত্র ইউপি সদস্য) মোঃ বোরহান উদ্দিন
তৃতীয় স্হান বিজয়ী নৌকার স্বত্বাধিকারীর হাতে পুরস্কার হিসেবে ২০” এলএডি টিভি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ