মাসুদ রানা জয় খাগড়াছড়ি :
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালাস্থ শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে,, শিবকল্প মহাযোগী ত্রিকালদর্শী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯০তম শুভ আবির্ভাব দিবস উপলক্ষে সংক্ষীপ্ত ধর্মীয় আনুষ্ঠানিকতায় মধ্যে দিয়ে অনাড়ম্বরভাবে পালন করা করা হয়েছে লোকনাথ ব্রহ্মচারী শুভ আবির্ভাব উৎসব।।
প্রাণসংহারী বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমন থেকে মুক্তিলাভের আশায় এবার সামাজিক ও শারিরীক দুরুত্ব বজায় রেখে স্বপ্রনোদিতভাবে সমাগত ভক্তবৃন্দ পূজো নিবেদন ও প্রসাদীয় আস্বাদন লাভ করতে পারেন সে উদ্দেশ্যেই সকল আনুষ্ঠানিকতা পরিহার করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে নানা আয়োজনে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯০তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ভোরে চন্ডী ও গীতাপাঠের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচী শুরু হয়। বাল্যভোগ ও দুপুরে রাজভোগ নিবেদন এবং পূজা অনুষ্ঠিত হয়। বিকালে পূজা শেষে আগত পূণ্যার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। উৎসব উপলক্ষে লোকনাথ সেবাশ্রমে মনোজ্ঞ লোকনাথ ভজন অনুষ্ঠানে শিল্পীরা ধর্মীয় সংগীত পরিবেশ করেন।