আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

চান্দিনায় প্রফেসর ড.নাজমুল কলিমউল্লাহর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

 

বিশেষ প্রতিনিধি , এম এ আলম :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর বর্তমান উপাচার্য

প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও স্যার পক্ষে

কর্তৃক গৃহীত ১০ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলার চান্দিনায় (তৃতীয় পর্যায়) বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ,,
শুক্রবার ০৩ সেপ্টেম্বর সকালে গল্লায় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কেশেরা গ্রামে অর্ধশতাধিক চারা গাছ লাহানো হয়। এর আগে মাইজখার, বাতাঘাসি ও মহিচাইল ইউনিয়নেও প্রায় প্রতিটি ওয়ার্ডে তিন শত ফলজ ও কাঠের বৃক্ষ রোপন করা হয়েছে। এই ভাবে পর্যায়ক্রমে চান্দিনা উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের দ্বারা ১২ টি ইউনিয়নে প্রফেসর মেজর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও স্যারের নির্দেশনায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উৎযাপন উপলক্ষে আরও বাকী ইউনিয়নে ধারাবাহিক ভাবে এই বৃক্ষ রোপন কর্মসূচি চলমান থাকবে বলে,ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সিনিয়র সহ- সভাপতি মোঃ খোরশেদ আলম (বিএসসি) সংবাদ কর্মীকে নিশ্চয়তা দিয়েছেন।

মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও স্যারের আস্থাভাজন ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ভূঁইয়া চান্দিনার বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করার উদ্যোগ গ্রহন করে।

ছাত্রকল্যাণ সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের নিয়ে শরীফুল ইসলাম ভূঁইয়া আজ ২৮ আগস্ট নাজমুল কলিমউল্লাহর সরজমিনে থেকে ইউনিয়নের কামারখোলা হাফেজী মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে।

শরীফুলের সাথে কথা বলে জানা যায় মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক ভাবে চান্দিনার অন্যান্য ইউনিয়নেও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করার ইচ্ছা আছে।এই বৃক্ষ রোপন কর্মসূচিতে সার্বিক ভাবে দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন চান্দিনার গর্ব সারা বাংলাদেশের অতি পরিচিত মুখ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর মেজর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও ।প্রফেসর নাজমুল কলিমউল্লাহ এমন মহৎ উদ্যোগ কে দিকনির্দেশনা প্রদান করায় চান্দিনার সকল ছাত্র জনতার পক্ষ হতে আজকের বৃক্ষ রোপন কর্মসূচির নেতৃত্ব দাতা মোঃ শরীফ ইসলাম, সাবেক সাধারন সম্পাদক, ঢাকাস্থ চান্দিনা ছাত্রকল্যাণ সমিতি,ঢাকা শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ