শাহজাদপুর,সিরাজগঞ্জ
প্রতিনিধিঃ নুপুর কুমার রায় :
মৃত অন্তরা শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের চর কৈজুরী গ্রামের কাঁচামাল ব্যাবসায়ী মোঃ আমিরুল ইসলামের মেয়ে ও স্থানীয় মাকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী এবং পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) দুপুরে মেয়ে অন্তরাকে তার মা পিতার জন্য দোকানে ভাত নিয়ে যেতে বলেন। কিন্তু সে এতে গরিমসি করায় তার মা তাকে বকা দেন। এক পর্যায়ে সে অভিমান করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বিকাল পর্যন্ত তার কোন সাড়া না পেয়ে তার মা জানালা দিয়ে অন্তরার দেহ ঘরের আড়ার সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
মায়ের চিৎকারে বাড়ির লোকজন এসে দরজা ভেঙে অন্তরার দেহ নামিয়ে অচেতন অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) ফজলে আশিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি (ফজলে আশিক) জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হই। তিনি আরো বলেন, মৃত শিশুটি মানসিকভাবে অসুস্থ ছিল। আজ বুধবার ফজরের নামাজের পর জানাযা শেষে অন্তরার লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।