আজ ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

হাতীবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাকের চাপায় মঞ্জুরুল আলম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় ময়নাল হোসেন (৪৫) নামে একজন আহত হয়েছেন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাঁনের বাজার এলাকায় বুড়িমারী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল আলম জেলার পাটগ্রাম উপজেলার নবীনগর এলাকার শাহাজাহান আলীর ছেলে ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লাম্বার পদে কর্মরত ছিলেন। আহত ময়নাল হোসেন একই এলাকার মোকছেদ আলীর ছেলে।

প্রতক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে তিনি লালমনিরহাট থেকে তার নিজ বাড়ি বাউরা নবীনগর যাচ্ছিলেন। পথিমধ্যে হাতীবান্ধার খানের বাজার এলাকায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মঞ্জুরুল আলম মারা যান। ময়নাল হোসেনকে হাতীবান্ধা ফায়ার সার্ভিস গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চালক ও সহকারী চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ