আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

দোহারে সরকারি আইন না মানায় ১০ জনকে অর্থদণ্ড

 

শহীদুল্লাহ্ সুমন দোহার উপজেলা প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলায় সরকারি আইন আমান্য করায় ১০ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ আগষ্ট) উপজেলার কার্তিকপুর বাজার এবং বাহ্রা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পড়া বাধ্যতামূলক নিশ্চিত করার লক্ষ্যে এবং মোটরসাইকেল আরোহীদের ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে ১৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারে বেশিরভাগ বাইকারগণ হেলমেট ব্যবহার করেন না। এটা আইনত দন্ডনীয় অপরাধ। এতে রাস্তায় দূর্ঘটনায় জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি সকল বাইক চালকদের সতর্ক করেন। এসময় উপস্থিত ছিলেন দোহার থানা পুলিশ ফোর্স।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ