আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সাভার থেকে র‍্যাবের ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

 

আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ

সাভারের ডগরমোড়া হতে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

জানা যায়, ৩০ আগস্ট সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার সাভার থানাধীন সিআরপি রোডের নিকটে ডগরমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হারুন-অর-রশিদ(২৫), জেলা নাটোর নামক একজন প্রতারক’কে গ্রেফতার করে।

উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি হতে দুদক কর্মকর্তার ভুয়া ১টি আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ০২টি বদলি প্রজ্ঞাপন, ১টি ওয়ারলেস সেট, ২টি কাস্টমস অফিসারের ক্যাপ, ১টি পুলিশ ক্যাপ, ৩টি জ্যাকেট, ১টি ক্রেস্ট এবং ৩টি মোবাইল ফোন পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি গত কয়েক বছর যাবৎ সাভার, আশুলিয়াত, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার পরিচয় দিয়ে আসছিলেন। মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাজ থেকে মোটা অংঙ্কের টাকা হতিয়ে নিত। জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, সে লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি।

র‍্যাব -৪ জানান, অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ