আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

নলছিটিতে রাস্তার বেহাল অবস্থা. ভোগান্তিতে জনগণ 

খান ইমরান : বরিশাল প্রতিনিধি

 

ঝালকাঠি জেলার নলছিটি থানার অন্তর গত রানাপাশা ইউনিয়নের নতুন হাট বাজার থেকে নলবুনিয়া বাজার এবং ভবানীপুর থেকে তেতুল বাড়িয়া বাজারে যাওয়ার প্রধান রাস্তা দুটি অতি গুরুত্বপূর্ণ ।এই রাস্তায় প্রতিদিন অগনিত লোক যাতায়াত করে । প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিশুরা এবংমাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয়, কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা, নতুন হাট বাজারের ক্রেতা -বিক্রেতা এবং নলছিটিতে অবস্থিত বিভিন্ন অফিসের কর্মকতা-কর্মচারী সকলকেই এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। রাস্তা দুটি পাকা না হওয়ায় প্রতি নিয়তো ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় সাধারণ জনগনের। নলবুনিয়া বাজারে বিশখালী নদীর খেয়া পাড়িয়ে দুর-দুরান্ত শহর থেকে আসা মানুষের ভোগান্তির যেন শেষ নেই । এখান থেকে ভবানীপুর,তেতুল বাড়িয়া,নতুন হাট বাজারে যাওয়ার নেই কোন যান বাহন । যাত্রীদের দীর্ঘতম পথ পায়ে হেটে অন্যত্র যেতে হয় ।এই রাস্তা দুটি খারাপ হওয়ার কারনে উচ্চশিক্ষার জন্য উপজেলা শহরে প্রতিদিন যেতে পারছেনা সাধারণ শিক্ষার্থীরা এবং অসুস্থ রোগী নিয়ে পড়তে হচ্ছে নানান ভোগান্তিতে। উন্নয়নে সাথে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতা দরে রাখতে এই অঞ্চলের রাস্তা গুলো পাকা করা একান্তই প্রয়োজন । যাতে বর্তমান সরকারের উন্নয়ন মুলক কাজের ছোঁয়া অত্র অঞ্চলের মানুষ পায়।
এই নিয়ে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের আহবায়ক সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট মোঃ কাওসার হোসাইন বলেন, সারা বাংলাদেশে যেভাবে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে সে তুলনায় এই অঞ্চলটি পিছিয়ে, এ অঞ্চলের মানুষের জীবন মান এবং সামগ্রিক উন্নয়নের জন্য রাস্তা দুটি পাকা করন সবচেয়ে জরুরী, আশা করি সরকারের যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে অতিদ্রুত কার্যকরী পদক্ষেপ নিবেন। সেক্ষেত্রে নাগরিক হিসেবে আমাদের কিছু করনীয় থাকলে আমরা স্থানীয়রা সবাই তা করতে প্রস্তুত আছি । মোটসাইকেল চালকরা জানান , জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই রাস্তায় যাত্রীদের সেবা দিয়ে আছসি কিন্তুু রাস্তার অবস্থা এতোটাই খারাপ যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে যেতে পারে । ছাত্রলীগ নেতা মাইনুল খলিফা বলেন, মাননীয় স;সদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু সাহেবের নিকট একটাই দাবি তিনি যেন এই অঞ্চলের মানুষের কথা চিন্তা করে অতি শিগ্রই এর কার্যকারী উদ্যোগ গ্রহণ করেন।
অন্যদিকে নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান জানান. খুব শিগ্রই এই রাস্তার কাজ শুরু হবে ও সাধারণ জনগনের ভোগান্তি দুর হবে এবং নলছিটির প্রতিটি উন্নয়ন মুলক কাজেই আমার চেষ্টা অব্যাহত আছে বলেও তিনি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ