মেহেদী হাসান,
বিশেষ প্রতিনিধি:
কাশিমপুরে সৎ বাবা কর্তৃক মেয়ে ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কাশিমপুর থানাধীন দক্ষিণ জরুন জেলখানা রোডের শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাসায়।এ ধর্ষকের নাম,মোঃ সোহেল মন্ডল ওরফে শহিদ (৩৯) পিতাঃ মৃত রশিদ মন্ডল সাং ছয়আনী বকশীয়া থানাঃ ঘাটাঈল জেলাঃ টাঙাইল। এ ব্যাপারে কাশিমপুর থানার মোঃ রফিকুল ইসলাম (ওসি তদন্ত্য) ঘটনায় বিবরণীতে বলেন,ধর্ষিতা মেয়েটি থাকত কালিয়াকৌরের মৌচাক এলাকায় কিন্তু তার মা থাকত সৎ বাবার সাথে কাশিমপুর জরুন এলাকায় তার সৎ বাবা গত ২৬জুলাই তারিখে তাকে জরুন এলাকায় ভাড়া বাসায় নিয়ে আছে তার মা ঝিয়ের কাজ করত সকালে কাজে গেলে তার সৎ বাবা সকাল ১০: ৩০ মিনিটের সময় তাকে জোরপুর্বক ধর্ষন করে। তার মার কাছে ধর্ষনের কথা বললে তাকে কাউকে না বলার জন্য বলেব এবং বিভিন্ন ভয়ভীতি দেখায়। কিন্ত আবার গত ২৬ শে আগষ্ট বিভিন্ন প্রলোভন দিয়ে বাসায় নিয়ে আছে তারপরের দিন ২৭/০৮/২০২০ইং তারিখে আবার ধর্ষনের চেষ্টা করলে সে ভয়ে ডাকচিৎকার করলে আশেপাশের লোক জন আসলে ধর্ষকে পালিয়ে যায় এবং মেয়েটিকে উদ্ধার করে এবং থানায় অভিযোগ করলে অভিযোগের ভিত্তিতে ২৯ শে আগষ্ট ভোররাতে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।