শামীম হোসেন
মহান মাতৃভাষা দিবস ও মুজিববর্ষ উপলক্ষে সাভার ল্যাবজোন হাসপাতালে দুইদিনব্যাপী ফ্রী ডেন্টাল চেকআপ ও বিনামূল্যে টুথপেস্ট বিতরণ শেষ হয় আজ দুপুরে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভারের মজিদপুর ল্যাবজোন হাসপাতালের উদ্যােগে এ কর্মসূচীর কার্যক্রম শুরু হয়ে আজ দুপুরে শেষ হয়।
সকাল থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে গতকাল ৯০০ জন দাঁতের রোগীকে পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে মেডিকেল ক্যাম্পে মুখ ও দাত বিশেষজ্ঞ ডা. মো: রেহান উদ্দিনসহ সাত জন ডাক্তার মিলে কয়েক হাজার রোগীর ফ্রি চিকিৎসা প্রধান করে।
ল্যাবজোন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক মো: ওয়াকিলুর রহমান বলেন, আমাদের আয়োজনে মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে সাত জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন। তারা গতকাল ও আজ চিকিৎসা দিয়েছেন। আসলে গরিব দুঃখী মানুষের জন্য এ আয়োজন করা হয়েছে। দুই দিনে মোট ৩ হাজার ৪০০ জন রোগীকে ফ্রি দাঁতের চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে । তিনি আর বলেন আগামীতে আরও বড় ধরনের ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবেন তিনি।