আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মশিয়ালি ট্রিপল মাডারের আসামিদের আটক করে আইনের আওতায় আনার দাবিতে খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল ও পথসভা

 

খুলনা ব্যুরো প্রধান জিয়াউল ইসলাম :

আলোচিত খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামে গত ১৬ জুলাই কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর নির্বিচারে গুলি চালিয়ে গ্রামের তিনজন নিরীহ মানুষকে হত্যা ও কয়েক জনকে গুরুতর আহত করায় গ্রামবাসী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার খুলনা যশোর মহাসড়কে আফিল ও ইস্টান গেট পর্যন্ত রাজপথে বিক্ষোভ মিছিল করে। ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ সরদার এর সভাপতিত্বে ও সাংবাদিক রেজওয়ান আকঞ্জি রাজার পরিচালনায় বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ইস্টান গেট চত্বরে সংক্ষিপ্ত সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয় সভায় বক্তারা বলেন মিল্টন, জাকার, জাফরিন সন্ত্রাসী ও চাঁদাবাজ বাহিনী সদস্যদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে মশিয়ালী গ্রামবাসীর ওপর অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চাইলে প্রশাসন নীরব থাকেন, যে কারণেই অন্যায় অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয় আর তারই ধারাবাহিকতায় গ্রামের সাধারণ নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে তিনজন মারা যায় এবং ২৭জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি ভর্তি হয় । এই সন্ত্রাসীদের দ্রুত আটক করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, অন্যথায় কঠিন থেকে কঠিনতম কর্মসূচিতে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন, উক্ত বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন ১ নং আটরা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, ৩৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ সরদার, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, ইউপি সদস্য বক্তিয়ার পারভেজ (১২৩) সংরক্ষিত মহিলা আসন সদস্য শিরিনা বেগম, ওয়ার্কাস পার্টির খানজাহান আলী থানার সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মোল্লা, শ্রমিক নেতা বায়েজিদ সরদার ও সাংবাদিক রেজওয়ান আকুঞ্জি রাজা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ