আজ ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই অক্টোবর, ২০২৪ ইং

মহাসড়কে ছিনতাই ও হত্যা ঘটনায় ডিবি পুলিশ ২জনকে গ্রেপ্তার করে

শামীম হোসেন : নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বুধবার (১৯ ফেব্রয়ারি) সাভার মডেল থানায় সাংবাদিকদের প্রেস ব্রিফিং করে বলেন গত ২০১৯ সনে অক্টোবর মাসের ১৮ তারিখে ধামরাই জয়পুরা পাল সিএনজি পাম্মের পাশে একটি লাশ পাওয়া যায়। হত্যা মামলাটি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয় তদন্ত করার জন্য। তদন্ত চলাকালীন সময়ে আবু নাঈম ও লিটন নামে আরও দুইজন ছিনতাই এর শিকার হয়ে অভিযোগ দেয় তারাই ফরিদপুর যাওয়ার জন্য অপেক্ষা করার সময় নবীনগরে একটি প্রাইভেট কার এসে ফরিদপুর যাবে বলে গাড়িতে উঠায়। কিছু দুর যাওয়ার পর আরও দুইজনকে উঠায় গাড়ির ড্রাইভার। তারপর আবু নাঈম ও লিটনকে মারধর করে তাদের দুইজনের কাছ থেকে মোট ১ লাখ ৬৯ হাজার টাকা আদায় করে। আবু নাঈম এর কাছে নগদ ১ লাখ ৩০ হাজার ও বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা আদায় করে ঢাকা আরিচা মহাসড়কের ইসলামপুরে নামিয়ে দেয়। লিটনকে গাড়িতে হাত পা বেঁদে হত্যার ভয় দেখিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা আদায় করে ছিনতাই চক্রের সদস্যরা। ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদারের নির্দেশে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল বাশার অভিযানে নামে। ডিবি পুলিশ ছিনতাই কাজে ব্যবহার করা গাড়িটি সনাক্ত করে গত ১৭ ফেব্রুয়ারী মীরপুর থেকে প্রাইভেট কারসহ মুর্তুজাকে গ্রেপ্তার করে। ডিবির অপর একটি দল চাঁদপুর থেকে একইদিন শাহিনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে সাভারের কার্যালয়ে নিয়ে আসে। দুই আসামীর কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহার করা প্রাইভেট কার উদ্ধার করে। ডিবির কার্যালয়ে জিজ্ঞেসাবাদকালে দুই আসামী স্বীকারোক্তি দেয় গত ২০১৯ সনে ধামরাইয়ে পাল সিএনজি পাম্মের পাশে যে লাশ পাওয়া যায় সেই ব্যক্তিকেও তারা পিটিয়ে হত্যা করে টাকা আদায় করতে না পেরে।


ধামরাই জয়পুরা থেকে উদ্ধার হওয়া লাশ এর পরিচয় যানা যায় তিনি মানিকগঞ্জের আলাউদ্দিন (৪৫) একটি কোম্পানির সিকিউরিটি গার্ড ছিলেন। তাদের ৩জনকে নবীনগর থেকে গাড়িতে উঠায় ছিনতাই চক্রের সদস্যরা ।
ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল বাশার বলেন তারা দীর্ঘ দিন একটি হত্যা মামলা ও দুইটি ছিনতাই মামলা তদন্ত করে প্রযুক্তির সাহায্য নিয়ে গত ১৭ ফেব্রুয়ারী মীরপুর ২ নাম্বার থেকে গাড়িসহ মোহাম্মদ মুর্তুজা (৪০) কে গ্রেপ্তার করতে সক্ষম হয় । তিনি আর বলেন ডিবির অপর একটি দল চাঁদপুর থেকে মোহাম্মদ শাহিন (৩৭) কে গ্রেপ্তার করে। বাকী আসামীদের গ্রেপ্তারের অভিযান চলছে। হত্যা ও ছিনতাইয়ের একটি মামলা ধামরাই থানায় এবং আরও একটি ছিনতাই মামলাটি আশুলিয়া থানায় মোট ৩টি মামলা দায়ের হওয়ার পর থেকেই ডিবি পুলিশ তদন্ত করতে ছিলেন।

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হাসান সরদার বলেন তিনি ঢাকা জেলা পুলিশ সুপার এর দায়িত্ব নেওয়ার পর হতেই বিভিন্ন ক্লুবিহীন মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়। তার মধ্য ধামরাইয়ের পাল সিএনজি পাশে লাশ উদ্ধারের ঘটনা অন্যতম। তিনি আরও বলেন ঢাকা আরিচা মহাসড়কে ছিনতাই চক্রের সদস্যরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করবে। ঢাকা আরিচা মহাসড়কে কোন অপরিচিত গাড়িতে উঠে কোথায় না যাওয়ার পরামর্শ দেয় ঢাকা জেলা পুলিশ সুপার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ