মণিরামপুর (যশোর)প্রতিনিধি:
মণিরামপুরে মন্দিরে দু’টি সিলিং ফ্যান প্রদান করলেন তরুণ সমাজ সেবক সুমন দাস। পৌর সভার ২নং (গাংড়া-মহাদেবপুর-জয়নগর) ওয়ার্ডের মহাদেবপুর গ্রিধারী সেবা কুঞ্জ মন্দিরে ভক্ত বৃন্দের কষ্ট কিছুটা লাঘবের জন্য নিজ অর্থায়নে তিনি এ সিলিং ফ্যান প্রদান করেছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনে ২নং (গাংড়া-মহাদেবপুর-জয়নগর) ওয়ার্ডের কাউন্সিলর পদ-প্রার্থী হিসেবে তরুণ সমাজ সেবক সুমন দাস মহাদেবপুর এলাকা গণসংযোগ কালে এ মন্দিরের ভক্ত বৃন্দের পূজা-আর্চনা করার সুবিধার্থে দু’টি সিলিং ফ্যান প্রদানে ওয়াাদা করেছিলেন। ওয়াদা অনুযায়ী বুধবার মহাদেবপুর গ্রিধারী সেবা কুঞ্জ মন্দিরের ভক্তদের জন্য নিজ অর্থায়নে তিনি এ সিলিং ফ্যান প্রদান করেন। ফ্যান দু’টি মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার সময়ে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুকুমার ঘোষাল, সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কল্যাণ চন্দ্র সরকার, শিক্ষক সূনীল তহবিলদার, পৌর পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক অভিজিৎ দত্তসহ স্থানীয় সূধীজন।