আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

মুজিব বর্ষ উপলক্ষে সাভার ল্যাবজোনে দাঁতের ফ্রি চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক

 

মহান মাতৃভাষা দিবস ও মুজিববর্ষ উপলক্ষে সাভারে দুইদিন ব্যাপী ফ্রী ডেন্টাল চেকআপ ও বিনামূল্যে টুথপেস্ট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সাভারের মজিদপুর ল্যাব জোন হাসপাতাল এর উদ্যােগে এ কর্মসূচীর প্রথম দিনের কার্যক্রম শুরু হয়েছে। যা চলবে আগামীকাল বিকাল পর্যন্ত।

সকাল থেকে শুরু হওয়া এই মেডিকেল ক্যাম্পে এখন পর্যন্ত প্রায় ৩৫০ জন দন্ত রোগীর ফ্রি চেক-আপ ও টুথপেষ্ট গ্রহণ করেছে।

এ মেডিকেল ক্যাম্পে মুখ ও দাত বিশেষজ্ঞ ডা. মো: রেহান উদ্দিনসহ আরও সাত জন বিশেষজ্ঞ ডাক্তার এই চেক-আপ করছেন।

ল্যাবজোন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক রোটা: মো: ওয়াকিলুর রহমান বলেন, আমাদের আজকের মেডিকেল ক্যাম্পে ঢাকা থেকে সাত জন বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন। তারা আজ ও কাল দুই দিন এই চেক-আপ করবেন। গরিব দুখি মানুষের জন্য এ আয়োজন করা হয়েছে। দুই দিনে আমাদের ১ হাজার রোগী দেখার পরিকল্পনা রয়েছে। মানুষ ভালো সারা দিচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন যারা ডেন্টালে চিকিৎসা করাতে ইচ্ছুক আগামী কাল সকাল ৯ টা থেকে বিকেল ৩ টার মধ্য এসে ফ্রি চিকিৎসা নিতে পারবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ