সিরাজগঞ্জ শাহজাদপুর, প্রতিনিধি নুপুর কুমার রায় :
সীমিত আকারে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আজ মঙ্গলবার (১৫আগস্ট) শাহজাদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী এবং ২১শে আগস্ট বর্বরোচিত গ্রেনড হামলার ১৬ তম বার্ষিকী উপলক্ষে সিটি (ফ্রেন্ড সার্কেল) এর আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন,রাশেদ,রেজাউল,শাকিল,বাবু,আরিফ,তারাব আলী,রাশেদ হাসার রাজিব,নুপুর রায়,সুজন,সাদ্দাম,সজল,মারুফ,অসিম,আজাদ,সাজু,হিজন,ছোট সজল। আলোচনায় বলেন আমরা আজ সিটি ফ্রেন্ড সার্কেল এর সবাই একত্রে হয়েছি আমরা গরিব দুস্থ মানুষের পাসে দাড়াবো এবং পাসে থাকব সবসময়।
আজ ২৫ আগস্ট, মঙ্গলবার,ওয়ান ব্যাংক এর ৪র্থ তালায় বিকাল ৫:৩০ মিনিটে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।