আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে জমি দখলের জন্য বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ 

 

নিজস্ব প্রতিবেদক :

জমি দখলের উদ্দেশ্যে সাভারে এক ব্যবসায়ীর বাড়ি ঘরে হামলা চালিয়ে লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (২৪ আগস্ট) ভোর রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ব্যবসায়ী মাহিনুর ইসলামের বাড়িতে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

ব্যবসায়ী মাহিনুর ইসলাম অভিযোগ করে বলেন, রাজফুলবাড়িয়া এলাকায় তার দেড়’শ শতাংশ জমি রয়েছে। সেই জমিতে তিনি আধা পাকা ঘর নির্মাণ করে ভাড়া দেন। গত কয়েকদিন ধরে একটি ভূমিদস্যু চক্র তার দেড়’শ শতাংশ জমি দখল করার পায়তারা করে আসছিলো। জমি দখলের উদ্দেশ্যে (সোমবার) ভোর রাতে ১০/১৫ সদস্যের একদল দুর্বৃত্ত তার ওই বাড়ির গেট ভেঙ্গে ফেলে বাড়িতে হানা দিয়ে ভাড়াটিয়াদের ঘরের দরজা ভেঙ্গে বিভিন্ন মালামাল লুটপাট করে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা ওই বাড়ির ভাড়াটিয়াদের বাড়ি থেকে সড়ে না গেলে সবাইকে হত্যার হুমকি দেন। পরে বাড়ির মালিক ব্যবসায়ী মাহিনুর ইসলাম ৯৯৯ নাম্বারে কল করে বিষয়টি সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে এঘটনার পর থেকে ওই ব্যবসায়ী নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। বাড়ির ভাড়াটিয়ারাও চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। এর আগে গেল কয়েক বছর আগেও তার ওই জমি দখল করার জন্য ওই বাড়ি ঘরে হামলা চালিয়েছিলো দুর্বৃত্তরা।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ