আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

চট্টগ্রাম প্রবাসী ক্লাব এর উদ্দ্যোগে মানববন্ধন

 

হাসান চৌধুরী দিপু, চট্টগ্রাম :

২৩শে আগষ্ট রোজ রবিবার সকাল ১২ঘটিকায় চট্টগ্রাম প্রবাসী ক্লাবের উদ্যোগে চট্টগ্রামস্থ প্রেসক্লাবের সম্মুখে এক মানববন্ধন-এর আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনের বিবেচ্য বিষয় ছিল পটিয়াস্থ ওমান প্রবাসী মরহুম জাফর’র মৃত্যুর সুষ্টু বিচারের দাবী মহামারি করোনার কারনে বিদেশ প্রবাসী বিমান টিকেট হয়রানি নিয়ন্ত্রণের দাবী কুয়েত সৌদি আরব কাতার, আরব আমিরাত ও বাহারাইন এর আটকে পড়া প্রবাসীর দ্রুত প্রবাসে যাওয়ার ব্যবস্থা।
উক্ত মানব বন্ধনটি প্রবাসী ক্লাবের সম্মানিত সভাপতি খন্দকার এম এ হেলাল সাহেব (সিআইপি) সভাপতিত্বে সম্পন্ন হয়। সঞ্চালনের দায়িত্ব পালন করেন শাকিল আরাফাত। এতে বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রনি, সহ-সভাপতি মোঃ সোলাইমান খন্দকার বাদশা, সহ-সভাপতি মোঃ ইসমাইল, সাধারন সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, সম্মানিত সদস্য মোঃ আব্দুল মান্নান (সৌদি প্রবাসী), মোঃ আব্দুল শুক্কুর (মক্কা মিছফালাহ্), মোঃ রাশেদ (সৌদি), মোঃ আকতার হোসেন (দুবাই), মোঃ বোরহান উদ্দীন চৌঃ (সৌদি আরব), মোঃ সাহেদ (ওমান)। বক্তব্য এর এক পর্যায়ে সভাপতি খন্দকার এম এ হেলাল (ঈওচ) বলেন আমরা প্রবাসীরা বাংলাদেশের একটি অন্যতম সম্পদ। যাদের রেমিটেন্সের উপর নির্ভর করে বাংলাদেশের উন্নয়ন চাকা। কিন্তু আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের এই অমানবিক নির্যাতন কি আমাদের রেমিটেন্স আয় প্রদানের শ্রেষ্ট উপহার? তা না হলে পটিয়াস্থ ওমান প্রবাসী মোঃ জাফর সাহেব এর করুন মৃত্যুর কারন কি? আমাদের প্রবাসী ভাইদের বিমান টিকেট হয়রানি কি আমাদের প্রাপ্য। কেনই বা দেশে আটকে পড়া প্রবাসী ভাইদের দ্রুত প্রবাসে যাওয়ার ব্যবস্থা হচ্ছে না। আমি সকল প্রবাসী ভাইদের পক্ষ হয়ে আমাদের জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা মারফতে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবেদন করছি উপরোল্লিখিত দাবী সমূহ সুসম্পন্ন করে আমাদেরকে নিজ দেশের নীতির প্রতি সম্মান প্রদর্শনে বাধিত করিবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ