খাঁন ইমরান : বরিশাল প্রতিনিধি
পটুয়াখালীতে একটি আবাসিক হোটেল থেকে সোবাহান (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টায় শহরের পুরাতন বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শহরের পুরাতন বাসস্টান্ড এলাকার কালিকাপুর আবাসিক হোটেলের একটি কক্ষ তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এসময় একটি মোবাইল ফোন ও চিরকুটসহ বিভিন্ন জিনিস পত্র উদ্ধার করে।
কালিকাপুর আবাসিক হোটেলের ম্যানেজার মো. কুদ্দুস মৃধা জানান, গত ১৪ ফেব্রুয়ারি সোবাহান (৬০) নামের এক বৃদ্ধ রুম নেয়। তিনি ওই রুমেই এ কয়দিন অবস্থান করছিলেন। তিনি মির্জাগঞ্জ গাজীপুর এলাকার বাসিন্দা ময়জ উদ্দিন হাওলাদারের ছেলে।
পটুয়াখালী সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কালিকাপুর আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।