নিজস্ব প্রতিবেদক :
শাওন খন্দকার (২৮), পিতা – জাকির হোসেন খন্দকার, বিলবিলাস ৩ নং ওয়ার্ড, থানা- বাউফল গাজিপুর এলাকায় চাকরির পাশাপাশি মাস্টার্সে পড়ে। অপরদিকে রাজিব রাজা (২৮), পিতা- ফয়েজ রাজা, সাং- মদনপুরা, থানা- বাউফল ঢাকায় থাকে। করোনা ভাইরাসের কারণে দুই জনই বাড়িতে চলে এসেছে। মাঝে মধ্যে বিলবিলাস বাজারে বসে তারা আড্ডা দেয়।
সোমবার ২৪ আগষ্ট সকাল আনুমানিক ১১ ঘটিকায় বাউফল থানাধীন বিলবিলাস বাজারস্থ আল আমিন সর্দারের হোটেলে রাজিব সিঙ্গাড়া খাচ্ছিল। এ সময় শাওন সেখানে গিয়ে বসে। কথা বলার এক পর্যায়ে অতি তুচ্ছ বিষয় নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় রাজিব টেবিলে থাকা কাঁচের গ্লাস ভেঙ্গে শাওনের গলায় আঘাত করে এবং তার কাছে থাকা ছুরি দিয়ে পেটে একাধিক আঘাত করে। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার শাওনকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে বাউফল থানা পুলিশের একটি দল অতিদ্রুত ঘটনাস্থলে যান এবং অভিযুক্ত কে গ্রেফতার করতে তার বাড়ি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রাজিব তার বাড়ির পিছনে ধান ক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে পাশের গ্রামে চলে যাওয়ার চেষ্টা করে এবং বিলের মাঝে চলে যায়। তাকে বিলের ভেতর দেখতে পেয়ে পুলিশ সদস্যগণ নিজেদের জীবনের পরোয়া না করে বিলের পানিতে ঝাঁপ দিয়ে মধ্য বিলের গলা পানি পর্যন্ত ধাওয়া করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ভাঙা কাঁচের গ্লাস উদ্ধার করা হয়েছে।
বাউফল থানার পুলিশ জানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।