আলাউদ্দিন সবুজ. ফেনী প্রতিনিধি
ফেনীর ফুলগাজীতে যুবলীগ নেতা ও দুই সহযোগিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নোয়াপুর-বটতলীগামী সড়কের বাম পাশে রেললাইনের উপর ও বাসুড়া এলাকায় অভিযান চালানো হয়। এসময় উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও ফতেহপুর এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে মো: শহিদুল ইসলাম টিপু (৪১), একই এলাকার আবদুর রহিমের ছেলে আরিফুর রহমান বাবু (৩৭) ও মৃত হাবিবুর রহমানের ছেলে মো: বাবলু (২৮) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল ও ৩টি খালি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ফুলগাজী থানার ওসি মো: কুতুব উদ্দিন জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।