আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

মুজিব বর্ষ উপলক্ষে তেঁতুলঝোড়া বইমেলার আয়োজন 

নিজস্ব প্রতিবেদক

 

প্রথমবারের মতো সাংবাদিক ওয়াসিল উদ্দিন গণ পাঠাগারের উদ্যোগে ‘তেঁতুলঝোড়া বইমেলা’ আয়োজন করা হয়েছে। আগামী ২০ থেকে ২৬ ফেব্রুয়ারী সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন জয়নাবাড়ি ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় দেশের স্বনামধন্য কয়েকটি প্রকাশনী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।

এ ছাড়া থাকবে কবি, সাহিত্যিক ও লেখকদের সঙ্গে আড্ডা। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাউল ও লোকগানের আসর, নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ নানান আয়োজন। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

বইমেলার প্রস্তুতির উপলক্ষে আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে বিশেষ বৈঠক করেছে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

এসময় সাভার সাংবদিক তৌকির আহাম্মেদ ও শেফালী মিতু’র যৌথ ভাবে প্রকাশিত ”তৃষিত নয়ন” কবিতার বই সাভারে ওয়াসিল উদ্দিন গণপাঠাগারে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের হাতে তুলে দিচ্ছেন সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: রওশন আলী, দেশকাল পত্রিকার সাভার প্রতিনিধি কাজী বিপ্লব, আমাদের নতুন সময় পত্রিকার সাভার প্রতিনিধি ইমদাদুল হকসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
বই উৎসবমুখর আয়োজনের জন্য মুখিয়ে আছেন সাভারসহ তেঁতুলঝোড়া ইউনিয়নবাসি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ